Exchange, Return & Refund Policy
১. এক্সচেঞ্জ ও রিটার্ণ মেয়াদ পণ্য রিসিভ করার পর সর্বোচ্চ ২৪ ঘন্টা।
২. পণ্য রিটার্ণ করার ক্ষেত্রে উপযুক্ত কারন বর্ণনা করতে হবে। আমরা পণ্য হাতে পেয়ে যাচাই করে
রিফান্ড এর ব্যবস্থা গ্রহণ করবো। উপযুক্ত কোন কারন পাওয়া না গেলে রিফান্ড এর আওতাভুক্ত হবে না।
৩. রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র পন্যের টাকা রিফান্ড করা হবে। ডেলিভারী চার্জ রিফান্ডের আওতাভুক্ত
নয়।
৪.বিবরণের সাথে পণ্যের মিল না থাকলে রিটার্ণের আওতাভুক্ত হবে।
৫. কোন পণ্য এক্সচেঞ্জ করা অসম্ভব হলে পণ্যের মুল্য রিফান্ড করা হবে।
৬. পণ্য রিসিভ করার পর কোম্পানীর কোন ভুল হয়ে থাকলে ডেলিভারী চার্জ কোম্পানী বহন করবে।
অন্যথায় কাস্টমারকে বহন করতে হবে।
৭. এক্সচেঞ্জ, রিটার্ণ ও রিফান্ড সংক্রান্ত যেকোন তথ্য কিংবা অভিযোগের জন্য যোগাযোগ করুন:
(09638330033).